সায়মন সরওয়ার কায়েমঃ
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন এবং শেখ কামাল স্টেডিয়ামের জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক যৌথ মতবিনিময় সভা করেছে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ।
২৬ নভেম্বর শনিবার বিকালে ঈদগাহ্ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইসলামাবাদ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের যৌথ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফূল ইসলাম এমইউপি`র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হুমায়ন কবিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক ইমরুল হাসান রাশেদ চেয়ারম্যান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম এবং উপজেলা আওয়ামলীগ নেতা নুরশাদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষকলীগ ঈদগাঁও উপজেলার সভাপতি জনাব আবছার কামাল, ইউনিয়ন যুবলীগের সভাপতি নাছির উদ্দীন জয়, ঈদগাঁও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক বান্ডি,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশফাক উদ্দিন আরফাত, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রমুখ যৌথ মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরি কমিটির নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক, ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আগামী ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে ইউনিয়নের আওতাধীন ৯টি ওয়ার্ড এবং সহযোগী সংগঠনের ব্যানারে স্ব স্ব ওয়ার্ডে প্রস্তুতি সভার তারিখ নির্ধারন করা হয়। সকল প্রস্তুতি সভায় দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নের সমন্বয়করা উপস্থিত থাকবে।