মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে হানিফ পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
রোববার (২৭ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মাসুদুর রহমান (৫০), মাসুদুরের স্ত্রী হামিদা খাতুন (৪৩) ও তাদের মেয়ে মেহের নেগার (১৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাসুদুর রহমান তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে মেয়ে মেহের নেগারকে লক্ষ্মীপুর এলাকার মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়্যাহ আস সালাফিয়্যাহ মাদ্রাসায় পৌঁছে দিতে যান। ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গি আঞ্চলিক সড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা বেপরোয়া গতির হানিফ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই হামিদা খাতুন নিহত হন। স্থানীয়রা মাসুদুর ও তার মেয়ে মেহের নিগারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কিছুক্ষণ পর বাবা-মেয়েও মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, মর্মান্তিক এ দুর্ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও স্থানীয়রা। তাদের অভিযোগ বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।
রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান সবাইকে সবধানতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে নিহতদের জন্য দোয়া চেয়েছেন তিনি।