জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ জেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে জেলার ঐতিয্যবাহী ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের অম্বিকা হলে জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাঙ্গা সরকারি
পাইলট উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেনের হাতে সাটিফিকেট ও ক্রেস্ট তুলে দেন ফরিদপুরে নব যোগদানকৃত পুলিশ সুপার। জেলার শ্রেষ্ট শিক্ষা-প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়ের প্রতি বছরের পরিক্ষার্থীদের ফলাফল, শৃংখলা, পরিক্ষা পদ্ধতি সংস্কারক, কর্মদক্ষতা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন,শ্রেণি কক্ষে শিক্ষকদের ঠিকমতো পাঠদান, শরীর চর্চা, খেলাধুলা, আধুনিক ডিজিটাল শিক্ষা, স্কাউট, বিএনসিসির প্রশিক্ষণ ও একাডেমিক সনদসহ বিভিন্ন গুণাবলির ভিত্তিতে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়টিকে শ্রেষ্ট শিক্ষা-প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়।
এ বিষয়ে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেনের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, ভাঙ্গার এই ঐতিয্যবাহী বিদ্যালয়টি দীর্ঘ দিন যাবত সুনামের সহিত চলে আসছে।বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের ঠিকমতো পাঠদান, শরীর চর্চা খেলাধুলা, আধুনিক ডিজিটাল শিক্ষা,স্কাউট, বিএনসিসির প্রশিক্ষণ শৃংঙ্খলা, পরীক্ষা পদ্ধতি সংস্কারক, কর্মদক্ষতা, শিক্ষা-প্রতিষ্ঠানের উন্নয়ন ও একাডেমিক সনদসহ বিভিন্ন গুণাবলির ভিত্তিতে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ-বিদ্যালয়টিকে শ্রেষ্ট শিক্ষা-প্রতিষ্ঠানে নির্বাচিত করা হয়েছে।