বাগেরহাটে চলতি বোরো মৌসুমে ৬১০০ জন বোরো চাষিদের মাঝে উন্নত বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদের কৃষি অফিস চত্বরে কৃষি প্রণোদনার অংশ হিসেবে প্রান্তিক কৃষকদের মাঝে এই বিতরন কর্মসূচির আয়োজন করা হয়। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে এই বিতরণ কাজের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোসাব্বিরুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা। এছাড়া উপকার ভোগী কৃষক ও কৃষাণী এই সময় উপস্থিত থেকে এই সার ও বীজ গ্রহণ করেন । এই কর্মসূচিতে বিনামূল্যে প্রতি কৃষকের মাঝে ২ কেজি করে হাই ব্রিড বোরো ধানের বীজ ও ৫ কেজি করে উফশী ধানের বীজ, ১০ কেজি করে এমওপি সার ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়। বোরো মৌসুমে প্রান্তিক এসব চাষীদের বিভিন্ন সময় বীজ সংকটে ধান উৎপাদনে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য এ আয়োজন করা হয়েছে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সরদার নাসির উদ্দিন।