ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর সানন্দবাড়ী রোডে (চেংটিমারী) কালভার্ট ধ্বসে পরেছে। আজ ৩০ নভেম্বর ২০২২ বেলা সাড়ে ১২টার সময় দূর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, দীর্ঘ দিন যাবৎ ব্রীজটিতে মারাত্বক ফাটল ধরে ছিল।
ডাংধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ এর সময় খোয়া সিমেন্টের আস্তর দিলেও ঝুঁকি নিয়েই চলতো নানা ধরনের গাড়ী।
ঘটনার দিন কবিরপুর নিবাসী মোঃ শাহীন আলমের মাটি ভর্তি টলি, ড্রাইভার, হেল্পার সহ খাদে পরে যায়। এতে গাড়ি দুমড়ে মুচড়ে ভেঙ্গে গেছ। গাড়ীতে থাকা ড্রাইভার ও হেল্পার মারাত্বক ভাবে আহত হয়। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর পেয়ে ১নং ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় চেয়ারম্যান দ্রুত কালভার্টটি সংস্কারের আশ্বাস দেন।