বাগেরহাটে প্রতিপক্ষের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে সদর উপজেলার বাঁশবাড়িয়া এলাকার শামীম হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জনৈক ফিরোজ হাওলাদারের বাড়ীর সামনে পূর্ব শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত তাকে উপর্যূপুরি আঘাত করে ফেলে রেখে যায়। পরে স্হানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্হা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে চিকিৎসাধীন অবস্হায় রাত দেড়টার দিকে সে মারা যায়।
এদিকে খবর পেয়ে রাতেই পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্হল পরিদর্শন করেছেন এবং অভিযুক্ত আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া সেল এর সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম।
তিনি আরও জানান প্রাথমিকভাবে জানা গেছে, জনৈকা দুলালী খাতুন (ভিকটিমের মামাতো বোন) গত ২৫ জুলাই একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ভিকটিম শামীম হাওলাদার উক্ত ধর্ষণ মামলার ৬ নং সাক্ষী ছিল। তাছাড়া ১৪/১৫ বছর আগে জমি নিয়ে বিরোধের জের ধরে ভিকটিম শামীমের পিতার চোখ উঠিয়ে দিয়েছিল আসামিপক্ষ। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে আসামীগণ নিহত ভিকটিমকে মারপিট করে গুরুতর আহত করে।