সাবেক সেনা কর্মকর্তা, দক্ষিণ অঞ্চল উন্নয়নের রূপকার সাবেক স্বরাষ্ট্র পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম মোস্তাফিজুর রহমানের ২৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ মাগরিব নামাজ বাদ ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ সংলগ্ন এতিমখানায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআন খানি ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ শাহ আলম। দোয়া মাহফিলের আয়োজন করেন মরহুম মোস্তাফিজুর রহমানের স্নেহধন্য সাবেক ছাত্রনেতা শেখ মোঃ মইনুদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী, হেফজখানার সভাপতি শেখ শামীম হাসান, এডভোকেট শিকদার ইমরান হোসেন, সংবাদ কর্মী কামরুজ্জামান শিমুল, শেখ হায়াত আলী, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।