নিজস্ব প্রতিনিধি >
ফরিদপুরের ভাঙ্গায় পহেলা ডিসেম্বর কে সরকারী ভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকালে ভাঙ্গা থানা চত্বরে এ আলোচনা সভাটি অনুষ্টিত হয়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন।
উক্ত আলোচনা সভায় সেসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ মো. ইমারত হোসেন, আলগী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ মো. আনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ গিয়াস উদ্দিন আরজু, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ মো. আ. আজিজ, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ মো. শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ আ. হালিম, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ মো. এসকেন আলি, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক এ. টি. এম ফরহাদ নান্নু, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা পহেলা ডিসেম্বর কে সরকারী ভাবে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান।