নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম ফটিকছড়ি ভূজপুর থানাধীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পুরান রামগড় ইসলামিয়া আজিজুল উলুম (কাজী বাড়ী ) মাদ্রাসায় লোহাগাড়া-সাতকানিয়ার এমপি ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু রেজা নদভীকে সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ।
বুধবার( ৩০নভেম্বর) বিকালে খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গণি ও সেক্রেটারি মাওলানা মুফতি রবিউল ইসলাম শামীম এর নেতৃত্বে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
এ সময় পরিষদের সহ-সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, যুগ্ম সম্পাদক মাওলানা মোঃ শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ ওমর ফারুক, রামগড় উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী মুহীবসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম – খতিব ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।