নেত্রকোনা প্রতিনিধি
‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার মোহনগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২২ উদযাপন করা হয়েছে। নারী নির্যাতন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষে নারী ও কিশোরীদের নিয়ে এ আলোচনা সভা করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার দুপুরে উপজেলার তেতুলিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিবিভিআইই ও বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি এর আয়োজন করে। এতে উপজেলার ৭০-৮০ জন নারী ও কিশোরী অংশ নেয়।
তেতুলিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সাধনা রানীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আকিকুন্নেছা বিউটি, স্বাবলম্বী উন্নয়ন সমিতির কেইস ম্যানেজমেন্ট সুপারভাইজার নার্গিস আক্তার প্রমূখ।