শুভ বসাক, ময়মনসিংহ :
ময়মনসিংহে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত আনন্দমোহন কলেজ ছাত্রলীগের আহবায়ক শেখ সজল ও যুগ্ন আহবায়ক ওমর ইসলামের নেতৃত্বে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- যুগ্ন-আহবায়ক সাজ্জাদ হোসেন, আশিক চন্দ্র দে, মোস্তফা কামাল, মোদাব্বির হোসেন সাকিব, সদস্য মনিরুল, তপু, আল মামুন, মোঃ মেরাজ হাসানসহ প্রমুখ।
উল্লেখ্য, গত (৫ ডিসেম্বর) ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের ২২ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটির অনুমোদন দেয় ময়মনসিংহ জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল-আমিন তার ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির তালিকা প্রকাশ করে। কমিটির আহবায়ক মনোনিত হন- শেখ সজল। যুগ্ম-আহবায়ক (১) মনোনিত হন- ওমর ইসলাম। অন্যান্য যুগ্ম আহবায়করা হলেন- সুমন সরকার, আমানুর রহমান শৈবাল, মিজানুর রহমান, এটুজেড হৃদয়, সাজ্জাদ হোসেন, নাজমুল ইসলাম সাকিব, আরহান খান ছোটন, আশিক চন্দ্র দে, মুস্তফা কামাল, শামায়েল সরকার শায়েল, মুজাহিদ ও মোদাব্বির হোসেন সাকিব। তাছাড়াও আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হন- জাহিদ হাসান জিহান, এইচ. এম মনিরুল হক, নাহিদ হায়দার, আল মামুন, মোঃ রমজান আলী, তপু, রিয়াদ মাহমুদ আকাশ ও মোঃ মেরাজ হাসান।