শুভ বসাক, ময়মনসিংহ :
ময়মনসিংহ সদর উপজেলা শাখা ছাত্রলীগের ৫০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ। গত রবিবার (৪ ডিসেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল-আমিন তার ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির তালিকা প্রকাশ করেছেন।
এতে দেখা গেছে, কমিটি অনুমোদনের চিঠিতে আল-আমিনের সাক্ষরের পাশাপাশি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন অলিও স্বাক্ষর করেছেন। আগামী ১ বছরের জন্য এই কমিটি অনুমোদনের কথাও বলা হয়েছে। নতুন কমিটির সভাপতি মনোনিত হয়েছেন- নাসির উদ্দিন হীরা ও সাধারণ সম্পাদক এইচ. এম আপন। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন- জয়ন্ত হীরা, রাকিব উদ্দিন হিমন শেখ, আব্দুল হাই আনোয়ার, মোঃ মারুফ ইয়াসদানী, আমিনুল হক আলামিন, ইসরাফিল আহামেদ, তাহাসিন জুনায়েদ জয়, মাকসুদ রানা, রাকিবুল ইসলাম হৃদয়, সাদিকুল ইসলাম সাদেক, রনক ইসলাম রাতুল, মাহাবুব হাসান হৃদয়, ইবনে আব্বাস হিমেল, সাকলাইন সজিব, সাকিব আহসান সিদ্দিকী, নাফিজ জাহান সাদাফ, আবরার নুহাশ, কাজী তানভীর রহমান, মাহ: মৃদুল ইসলাম, মোঃ আল আমিন, ফোয়াদ হোসাইন, ফারহাৎ উল্লাহ ফাহিম ও রাকিবুর রহমান। যুগ্ম- সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন- শাহরিয়ার হোসেন পাভেল, আফিফ খান পাঠান, আব্দুল্লাহ আল মামুন, মমিনুল ইসলাম আরাফ, জোবায়ের তানিম ও সাফায়েত হোসেন তমাল। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন- রাফি খন্দকার, আলী উসমান খান রৌদ্র, অনিক অভি, রাজ রায়হান, কাজী শান্ত, অর্ণব সরকার, রাকিবুল ইসলাম, সহ-সম্পাদক মনোনীত হয়েছেন- নাজমুল অন্তু, আবু সাঈদ উজ্জল, ইকরামুল হাসান সায়েম, আরিফুল হোসেন, মোজাম্মেল হক, শাকিল হোসেন, আরিফ হোসেন, মোঃ আদনান সামি, মোঃ মুন্না, মো. সাকিব, মোঃ নাজমুল হোসেন ও গোলাম মোস্তফা।