মোঃ ইসমাইল হোসেন সজীব,চাটখিল নোয়াখালীঃ
‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো নোয়াখালীর চাটখিলে ও আজ শুক্রবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে,মানববন্ধন শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন।
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ,কে,এম গোলাম মোস্তফা, কোডেক এর এরিয়া ম্যানেজার কাজী আল মামুন, চাটখিল মহিলা ডিগ্রি কলেজ এর জ্যেষ্ঠ প্রভাষক বাবু লাল দাস, চাটখিল থানার এসআই টিপু সুলতান প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া বলেন, দুর্নীতি শুধু অর্থের মাধ্যমেই হয় না, দুর্নীতি কর্মের মাধ্যমে ও হতে পারে। দুর্নীতি রোধ করতে হলে সবার আগে আমাদের নিজেদেরকেই নিজ নিজ দায়িত্বের প্রতি যত্নশীল হতে হবে।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মনিরুল কামাল, মোঃ আবুল কালাম, মহি উদ্দিন বাবু, শাহেলা পারভীনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।