নেত্রকোনা প্রতিনিধি
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক হলেন নেত্রকোনা জেলার কৃতি সন্তান ও ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থী মারুফ আহম্মেদ ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সহ সম্পাদক মনোনীত হন মারুফ আহম্মেদ । ইতোপূর্বে তিনি ঢাকা কলেজ ছাত্রলীগ এর আহবায়ক কমিটির সদস্য ছিলেন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সকল কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
শুক্রবার নবনির্বাচিত সহ সম্পাদক মারুফ তার অনুভূতি প্রকাশ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া এ সংগঠনের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হতে পেরে আমি সত্যিই গর্বিত। কেন্দ্রীয় ছাত্রলীগ আমাকে অবশেষে একটা পরিচয় দিয়েছে। সারাজীবন ছাত্রলীগ পরিচয় দিয়েই চলতে চাই। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও প্রসারিত করার জন্য সকল ধরনের সংগ্রামে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ রাখতে চাই।