শুভ বসাক, ময়মনসিংহ :
ময়মনসিংহে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটার্স ক্রাইম রিপোর্টার্স সোসাইটি (সিইসি) ময়মনসিংহ বিভাগ। শনিবার সকালে দিবসটি উপলক্ষে নগরীর প্রেসক্লাবের সামনে সংগঠনের বিভাগীয় সভাপতি মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান, সংগঠনের জেলা সভাপতি মোঃ আবুল হোসেন, বিভাগীয় সহ-সভাপতি লাল মিয়া, জেলার সাধারণ সম্পাদক এমদাদুল হক, বিভাগীয় সংগঠনের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জাহিদ হোসেন, জেলার সহ-সভাপতি আব্দুল হান্নানসহ প্রমুখ। আলোচনা শেষে একটি রেলি প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে নগরীর টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটার্স ক্রাইম রিপোর্টার্স সোসাইটি (সিইসি) ময়মনসিংহ বিভাগ ও জেলার নেতৃবৃন্দ প্রমুখ।