মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি>
ফরিদপুর জেলার জনপ্রিয় অনলাইন ফেসবুক সোশ্যাল মিডিয়া ফরিদপুর নিউজ পেজ ও ফরিদপুর নিউজ অনলাইন নিউজ পোর্টাল পুনরায় চালু করা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) ফরিদপুর নিউজ এর এডমিন ও সম্পাদক এর ঘোষণার মাধ্যমে এটি পুনরায় চালু করা হয়। সেসময় ফরিদপুর নিউজের উর্ধ্বতন কর্মকর্তা, পরিচালনা পর্ষদ ও ফরিদপুর নিউজ -এর প্রতিনিধিগণ দের এক আলোচনার মাধ্যমে “ফরিদপুর নিউজ” পুনরায় যাত্রা শুরু করে।
সূত্রে জানা যায়, কারিগরি ত্রুটির কারণে প্রায় তিন মাস যাবত ফরিদপুর নিউজ বন্ধ ছিলো।
এতে ফরিদপুর নিউজ এর সকল এডিটর, এডমিন, মডারেটর, সকল উপজেলা ও জেলার সাংবাদিকগণ, পাঠক এবং শুভাকাংঙ্খী গণ বিব্রত এবং চিন্তিত হয়ে পরেন।
পুনরায় ফরিদপুর নিউজ চালু হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন ফরিদপুর নিউজ পরিবার। “ফরিদপুর নিউজ” চালু করার পর সবার ভেতরে এক আনন্দ বিরাজ করছে।
ফরিদপুর নিউজ এর সম্পাদক মেহেদী হাসান সিমান্ত জানান,পূর্বের মতো আপনাদের পরামর্শ ও সহযোগীতা কামনা করছি। “ফরিদপুর নিউজ” সবসময় মানুষের সঠিক সংবাদ পৌঁছে দিয়েছে ভবিষ্যতেও দিবে। আশা করি, আপনাদের সকলের মাধ্যমে আমরা পুনরায় ফরিদপুর নিউজ এর মাধ্যমে সকল সত্য সংবাদ প্রচার করতে পারবো, ইন শা আল্লাহ।
সে সময় ফরিদপুর নিউজ এর সকল এডিটর, এডমিন, মডারেটর, সকল উপজেলা ও জেলা সাংবাদিকদের প্রতি শুভেচ্ছা জানানো হয়।