মিরাজ খান মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দীর্ঘ সাত বছর পর সাজ-সাজ রব বিরাজ করছিল,মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভিতর।
জেলা শহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন স্থানে শোভা পাচ্ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলীয় প্রধান শেখ হাসিনার ছবিসহ কেন্দ্রীয় নেতা এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের ছবি সংবলিত তোরণ।
সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পদ প্রত্যাশী নেতাদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে ছিল পুরো শহর। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে বড় ধরনের শোডাউন এর পাশাপাশি সম্মেলনে হাজারো মানুষের সমাগম ঘটায় দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা রাজনৈতিক মাঠে যেমন কাজ করছেন, তেমনি তারা দলীয় প্রধান ও হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিনিয়ত যোগাযোগ রেখেছিলেন।
জানা গেছে, জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন বর্তমান কমিটির সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন এবং সহসভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো।
এ ছাড়া সম্মেলনের সাধারণ সম্পাদক পদে প্রার্থী, জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, তায়েবুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা।এবং শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু। এই সম্মেলনে সাধারণ সম্পাদক পদই মূল আকর্ষণ ছিল বলে মনে করেন স্থানীয় নেতারা।
জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে এরই মধ্যে সাটুরিয়া, ঘিওর, দৌলতপুর, শিবালয়, সিংগাইর ও হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের নেতৃত্বের চমক এসেছে। এরই ধারাবাহিকতায় জেলা সম্মেলনে কে হচ্ছেন সভাপতি এবং সাধারণ সম্পাদক এ নিয়ে রাজনৈতিক অঙ্গণে ও ছিল আলোচনা-সমালোচনা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেখতে-দেখতে ১৫ বছর, তারেক আসবে কোন বছর। ঈদের পরে? কোরবানীর ঈদ না রোজার ঈদ। এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর?
তিনি আরও বলেন, তৃণমূলের মতামত ও দলীয় সভানেত্রীর পরামর্শ ক্রমেই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। স্মরণকালের সবচেয়ে সফল সম্মেলন অনুষ্ঠিত এটি। এই সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগ আরও ঐক্যবদ্ধ হবে।সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম ঘোষণা করা হবে তার অতীতেও দলের সবাইকে ঐক্যবদ্ধ রেখে অপরাজনীতি প্রতিহত করেছি। সামনের দিনেও তা অব্যাহত থাকবে। নতুন কমিটিকে এখন থেকে দলকেআরও সুসংগঠিত করে আগামী দিনে জামায়াত বিএনপির আগুন সন্ত্রাস ও জ্বালাও-পোড়াও রাজনীতি নস্যাৎ করা হবে।
মানিকগঞ্জ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে
ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কর্ণেল অবঃ ফারুক খান। বিশেষ অতিথি থাকবেন প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম এমপি ও প্রধান বক্তা থাকবেন বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।