নুরুল কাবির আরমান,বিশেষ প্রতিনিধি।।
এশিয়ার বিখ্যাত ঐতিহ্যবাহী শতবর্ষী দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া_ইসলামিয়া বাবুনগর এর আগামী ৪,৫ ও ৬ জানুয়ারি ২০২৩ ইং শতবার্ষিকী, দস্তারবন্দী ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরে ফারেগীনদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ডিসেম্বর) বাদে মাগরিব চট্টগ্রাম ২ নাম্বার গেইট বিপ্লব উদ্যানস্হ জামে মসজিদে শহরের জামিয়ার ফারেগীন,মুহিব্বীন ও আবনাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামিয়া বাবুনগরের নায়েবে মুহতামিম আল্লামা আইয়ুব বাবুনগরী সভাপতিত্ব ও মাওলানা জুনায়েদ জোওহরের সঞ্চালনায় জামিয়ার সিনিয়র মহাদ্দিস মাওলানা হারুন আজিজী, মাওলানা জাকারিয়া হাসনাবাদী, মাওলানা মুফতি ওসমান দৌলতপুরী, মাওলানা ইউসুফ লেলাঙ্গী, মাওলানা তাওহীদ দৌলতপুরী,মাওলানা বাহাউদ্দিন ইমাম নগরী, মাওলানা সেলিম বাবুনগরী প্রমুখ আলোচনায় অংশ গ্রহণ করেন।
এ সময় মাওলানা মুফতি রহীমুল্লাহ কাসেমী, মাওলানা মুফতি ইকরাম পাঠকনগরী,মুফতি ইকবাল, মাওলানা ফরিদুল আলম আমিনী প্রমুখ উপস্থিত ছিলেন ।
মত বিনিময় সভায় বক্তাগ, বাবনগর মাদ্রাসার আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সফল করার লক্ষ্যে প্রত্যেক ফারেগীন (প্রাক্তন ছাত্র) কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, আগাম প্রস্তুতি গ্রহণ ও সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।