মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)
আমি জানি
তুমি দেখেছো শুধু আকাশের
উত্তপ্তময় রৌদ্র খানি,
কখনও কি দেখেছো? আকাশের
ক্রন্দন রত অযরে বৃষ্টির পানি ?
আমি জানি
তুমি দেখেছো শুধু পাহাড়ের শক্ত মাটি
আর বিশাল দেহ খানি,
কখনও কি দেখেছো?
পাহাড়ের করুণ দৃশ্যময় ঝর্ণার পানি?
আমি জানি
তুমি জানতে চেয়েছো শুধু
কোথায় লবণের খনি,
কখনও কি খেয়ে দেখেছো?
কেমন লাগে লোনা পানি?
আমি জানি
তুমি জানতে চেয়েছো আমায়
আর জীবনের কাহিনী,
কখনও কি জানার চেষ্টা করেছো?
আমার মানবতার হৃদয় খানি?
আমি জানি
তুমি বোঝাতে চেয়েছো আমায়
আমায় ভালোবাসো কতো খানি,
কিন্তু কিভাবে বোঝাবো তোমায়
আমার নেই ভালোবাসার মত মন খানি।
আমি জানি।