শুভ বসাক, ময়মনসিংহ :
ময়মনসিংহে ব্যবসা প্রসারের জন্য
বিশ্বের শীর্ষ স্থানীয় জাপানী
পেইন্ট ব্রান্ড নিপ্পন পেইন্টের ময়মনসিংহ ডিপোর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর মাসকান্দায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে ডিপোর উদ্বোধন করেছেন নিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি জি.এম ও গ্রুপ জি.এম চেন লি সিয়ং। নিপ্পন
এ সময় তিনি বলেন, ময়মনসিংহে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। বৃহত্তর ময়মনসিংহে গুনিজন ও জনপ্রিয় ব্যাক্তি রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, প্রয়াত সৈয়দ নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদীন। এছাড়াও এ দেশের আমিষের চাহিদা পুরনে ময়মনসিংহ এগিয়ে। তিনি আরো বলেন, একশত একচল্লিশ বছরের পুরোনো এই পেইন্ট ব্রেন্ড জাপানের সর্বপ্রথম ও এশিয়ার মধ্যে এক নাম্বার।
আমাদের পণ্য জাপানি প্রযুক্তির এবং সর্বোচ্চ মানের। বাজারে যেকোনো অন্যের সাথে তুলনায় আপনি পাচ্ছেন ভালো এবং বেশি বেনিফিট। আমি আশা রাখছি নিপ্পন পেইন্ট আপনাদের সহযোগিতায় আরো এগিয়ে যাবে।
উন্নত সেবা দেয়ার লক্ষ্যে শুরু হচ্ছে নিপ্পন পেইন্টের অষ্টম ডিপোর কার্যক্রম। বিপর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ নিপ্পন পেইন্ট এর বাণিজ্যিক কার্যক্রমের অষ্টম বছরে অষ্টম ডিপোর যাত্রা শুরু হয়েছে। ২০১১ সালে বিনিয়োগের জন্য অনুমোদনপ্রাপ্ত হয়ে মানিকগঞ্জে নিজস্ব উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়। ২০১৪ সাল থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে নিপ্পন পেইন। বর্তমানে ১ হাজারও বেশি ডিলার রয়েছে নিপ্পন পেইন্টের। শীঘ্রই বাজারে নিপ্পন ওয়াটার প্রুব পণ্য নিয়ে আসবে। ময়মনসিংহে ব্যবস্থা প্রসারে আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। পেইন্ট বাংলাদেশের ইভেন্ট এমসি এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ আনিকা আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেলস এন্ড মার্কেটিং বিভাগের এ.জি.এম রাজেশ সরকার, হেড অব প্ল্যান্ট অপারেশন অরুন মিত্র, হেড অব ফাইন্যান্স সালাউদ্দিন মাহমুদ, হেড অব সেলস (এডমিন) মেজবাহ উদ্দীন, হেড অব এইচ আর এন্ড এডমিন খালিদ আহমেদ সিদ্দিকীসহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহের সেলস ম্যানেজার মানব কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহের নিপ্পন পেইন্টের ডিলার, রিটেইলার, বিক্রয় প্রতিনিধিসহ নিপ্পন পেইন্টের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।