শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা
খুলনার পাইকগাছায় মসজিদের ছাদের উপর থেকে দুটি বন্ধুক,৮টি বোমা সাদৃশ্য বস্তু,গুলি ও কিছু জিহাদী বই উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর ৫ টার দিকে স্থানীয় ইউপি মহিলা সদস্যের সংবাদের ভিত্তিতে ওসি জিয়াউর রহমান,এস আই আনজির হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এসব উদ্ধার করেন। পুলিশ জানায়,উপজেলার চাঁদখালী ইউপির মহিলা সদস্য ফতেমা তুজ জোহরা ও একজন মুক্তিযোদ্ধা অস্ত্র ও বোমার বিষয়ে সংবাদ দেন। এ সংবাদে ভোর ৫ টিকে স্থানীয় ধামরাইল উত্তর পাড়া জামে মসজিদের দোতলায় অভিযান চালায় পুলিশ। এ সময় দুটি দেশি তৈরী বন্ধুক,৮ টি বোমা সাদৃশ্য সদ্য হাতে তৈরি বস্তু,২ রাইন্ড কার্টুজ ও বেশ কিছু জিহাদি বই। বইটার নাম কুরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ। এ ঘটনায় কেউ আটক হয়নি। তবে পাইকগাছা থানা ওসি বলেন,এর সাথে যারা জড়িত তাদেরকে খুব তাড়াতাড়ি আটক করা সম্ভব হবে।