ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উৎযাপন করেন ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠন। শুক্রবার ১৬ ডিসেম্বর ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল গফুর আর্মি এর নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন সকাল ৯ টায়। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধের সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দলীয় কার্যালয় হতে বিজয় র্যালি বের হয়ে কাউনিয়ারচর বাজার সহ আশপাশের রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে প্রদক্ষিণ শেষে কাউনিয়ার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান মনি, বীর মুক্তিযোদ্ধা ও প্রাণী সম্পদের অবসরপ্রাপ্ত মহাপরিচালক ডাঃ মোসাদ্দেক হোসেন, আবুল হোসেন, মতিউর রহমান মতিন সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সাড়ে ৯ টায় ডাংধরা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন ডাংধরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আখেরুজ্জামান (নয়া) এর নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মুক্তিযুদ্ধে বীর শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন। দলীয় কার্যালয় হতে বিজয় র্যালি বের হয়ে কাউনিয়ারচর এলাকার রাস্তার সমুহের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে প্রদক্ষিণ শেষে বাজারের পুর্ব পাশে এসে শেষ করেন। এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি সহ সকল নেতা কর্মীর মুক্তি চেয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
৯ টা ৪৫ মিনিটে ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন ডাংধরা ইউনিয়ন পরিষদের সামনে। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধের সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় বক্তব্য রাখেন চেয়ারম্যান ও সাবেক সভাপতি মোঃ আজিজুর রহমান সহ পদ বঞ্চিত সকল নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেন ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগ কমিটি একটি অযোগ্য কমিটি, অতিদ্রুত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হোক।