বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ বটিয়াঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে সকাল ৬.৩০ টায় গল্লামারি স্মৃতিসৌদে পুষ্পমাল্য অর্পণ করেন।বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির আহম্মদ খান এর সভাপতিত্তে এবং সাধারণ সম্পাদক মোঃমনিরুজ্জামান এর পরিচালনায় সকাল ৯ঃ৩০ মিনিটে বটিয়াঘাটা উপজেলায় একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে বটিয়াঘাটা প্রেসক্লাবের নিজস্ব ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এময় সময় উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা প্রেসক্লাবের ,সিনিয়র-সহ সভাপতি মোঃ আহছান কবির, সহ সভাপতি হিররামন মণ্ডল সাগর,যুগ্ন- সম্পাদক মোঃআল-আমীন গোলদার,সহ- সাধারণ সম্পাদক মোঃ
সোহরাব হোসেন মুন্সি,কোষাধ্যক্ষ মোঃতরিকুল ইসলাম, কার্য কারি সদস্য, এ্যাডভোকেট সোহেল রানা মোল্লা,মোঃতুরান হোসেন রানা,কাজী আতিকুল্লাহ,অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,মোঃমহিদুল ইসলাম শাহীন, মোঃআঃরব,মোঃঅমলেন্দু বিশ্বাস,মোঃইমরান হোসেন সুমন,মোঃবাকের হোসেন,মেঃ ইমরান হোসেন,বিপ্রদাস রায়,আছিয়া আক্তার ঝিনুক, অজিত রায়,প্রমুখ।