মিরাজ খান (মানিকগঞ্জ ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জে ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।শুক্রবার সূর্য্যোদ্বয়ের সাথে সাথে মহান বিজয় দিবস ২০২২ এর শুভ সূচনা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই দিসবটি উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম মিয়া মিন্টুসহ বিএনপি, জাতীয় পার্টি, জাসদ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী।
সকাল ০৯টায় উপজেলার ঘিওর সরকারি কলেজের মাঠে মুক্তিযোদ্ধা,পুলিশ,আনসার-ভিডিপি, রোভার স্কাউট, গার্লস গাইড এবং শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান কর্তৃক কুচকাওয়াচ, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মার্চপাস্টে সালাম গ্রহন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান ও ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান,প্রমুখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এবং আ’লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সকল শহীদদের স্মরণে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।