মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলায়র ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩ ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
বন্ধুদের সেই দুরন্তপনার স্কুল জীবন ডিঙিয়ে যখনই জীবিকার ভার পড়েছে, তখনই সবাই ছুটেছেন যে যার মতো। সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে পাল্টে গেছে মানুষগুলো। বন্ধু মাহবুবুর রহমানের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া সেই বন্ধুরা আবার একত্রিত হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণায় স্কুল জীবনের যে কথাগুলো উঠে এল, সেগুলো বড্ড চেনা।
তেমনি সে মধুময় স্মৃতি রোমন্থন করলেন মানিকগঞ্জের ঘিওরের ১৯৯৩ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা। তাদের পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সঞ্চালক ও ৯৩ ব্যাচের বন্ধু সাংবাদিক আল মামুন বলেন- আজ আমি ফিরে গেছি আমার সেই স্কুল জীবনে। পরিবার ও বন্ধুদের সাথে খুব উপভোগ করেছি সারাটি দিন।
অনুষ্ঠানে অনন্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন- ৯৩ ব্যাচেরই বন্ধু দুদক এর পরিচালক মোঃ জাকির হোসেন,বিশিষ্ট ব্যাবসায়ি মাহাবুবুর রহমান মাহাবুব,ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান শিকদার, মোঃ হাসেম,মানিকগঞ্জের প্রানের ব্যাচের এডমিন মাহমুদু রহমান শিপলু, মডরেটর মোস্তাক, বানিয়াজুরী স্কুলের ৯৩ ব্যাচের এডমিন মোঃ মিরোজ খান,মডরেটর লোকমান মোল্লা প্রমুখ।
সারাদিন পুরোনো বন্ধুদের সাথে আড্ডা, গান গাওয়া ছবি তোলা, পুরোনো দিনের স্মৃতি চারন ইত্যাদি বিভিন্ন আয়োজনে মেতে ছিলেন ১৯৯৩ এসএসসি ব্যাচের সহপাঠীরা।