মোঃ ইসমাইল হোসেন সজীব,চাটখিল নোয়াখালীঃ
নোয়াখালী চাটখিলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ১৮ ডিসেম্বর রবিবার সকালে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে,চাটখিল উপজেলা প্রশাসন ও ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) উজ্জ্বল কুমার রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এহসানুল হক চৌধুরী, মৎস্য অফিসার আনোয়ারুল ইসলাম পাইলট,সমবায় অফিসার মনির হোসেন, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কামরুল কানন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ব্রেক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তা এমরান হোসেন।
আলোচন সভা শেষে একটি র্যালী উপজেলা চত্তর প্রদক্ষিন করে কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয়।