কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
দক্ষিণ কোরিয়ায় আনুষ্ঠানিক ভাবে উন্মোচিত হলো সংউরি কিংস ক্লাবের জার্সি। ১৮ ডিসেম্বর (রবিবার) দুপুর ২ ঘটিকায় ইয়াংজু সিটির ইনদো কোরিয়ান রেস্টুরেন্টে এই জার্সি উদ্বোধন করা হয়। দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষীদের সহায়তা ও বিনোদনের জন্য গঠিত হয়েছে এই সংউরি কিংস ক্লাব। আগামী দিনে বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সময় তারা এই জার্সি ব্যবহার করবেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী জামান গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সুংউরি মসজিদের সভাপতি এম জামান সজল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এস এন ফুডের ব্যবস্থাপনা পরিচালক ও আনচান মসজিদের সভাপতি ছোটন, বিশিষ্ট ব্যবসায়ী জামান এয়ার ফিল্টারের ব্যবস্থাপনা পরিচালক ও দক্ষিণ কোরিয়া কমিউনিটি ইন বাংলাদেশের সভাপতি সরকার জামান নলেজ, বিশিষ্ট ব্যবসায়ী মীর ট্রেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মিজান, হেল্প দা পিপল এর সভাপতি ইলিয়াস হোসেন, মোশারফ হোসেন, শাহ আলম, অহিদুল ইসলাম সুজন, শফিকুর রহমান, গোলাম মোর্শেদ সহ সু্ংউরি কিংস ক্লাবের সদস্যবৃন্দ।