কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি;
বাগেরহাটে আন্তঃবার্ষিক বিজ্ঞান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে (১৯ ডিসেম্বর) শহরতলীর যদুনাথ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলার তথ্য অফিসের উপ পরিচালক মোঃ মেহেদী হাসান, সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র পাল, শিক্ষক মনিরুল ইসলাম, শিক্ষক মাহফুজুর রহমান প্রমূখ।
ছাত্র-ছাত্রীদের বাগেরহাটের ইতিহাস ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি নিয়েও বিভিন্ন আলোচনা করা হয়। শুধু তাই নয় শিক্ষার্থীদের বিভিন্ন মৌলিক বিষয় তথ্য উপাত্ত প্রদান করা হয়। এসময় নাচ গানসহ সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হয। শতাধিক শিক্ষার্থী এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণ করে।