মিরোজ খান মানিকগঞ্জ প্রতিনিধি
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি আশেপাশের এলাকাসহ প্রায় পাঁচ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে শেষ হয়।
বিশ্বকাপের ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনার বিজয়ে মানিকগঞ্জের ঘিওরে মেসি ভক্তরা শোভাযাত্রা বের করেছে। প্রিয় দলের জয়ে শোভাযাত্রা ও আনন্দ মিছিলের আয়োজন করেন আর্জেন্টাইন সমর্থক ফোরাম।
ফোরামের অন্যতম সদস্য নাজমুল হাসান, মোঃ তরিকুল ইসলাম তারা, শামিম, শরিফুল, টোকন, নাহিদ সুমন, হৃদয় দাস বলেন, চার বছর পর পর বিশ্বকাপ আসে। আমরা বাংলাদেশিরা খেলার ভক্ত। বিশ্বকাপ মানেই একটা টানটান উত্তেজনা। আমরা ফুটবল তারকা মেসির ভক্ত।
বিকাল ৩টা থেকে আর্জেন্টাইন সমর্থকরা তাদের প্রিয়দলের জার্সি আর পতাকা নিয়ে জড়ো হতে থাকেন। পরে তারা জার্সি গায়ে পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় যোগ দেন। প্রিয় দলের র্যালিতে যোগ দিতে পেরে সকলেই খুবই আনন্দিত। বাদ্যযন্ত্র ও সাউন্ডসিস্টেম নিয়ে আনন্দে মেতে ওঠেন দলের সমর্থকরা।