নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি।।
চট্টগ্রাম মহানগরের বাবুনগর মাদ্রাসার শতবার্ষিকী, দস্তারবন্দী ও আন্তর্জাতিক সম্মেলন সফল করার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৯ডিসেম্বর) বাদে মাগরিব মুরাদপুর আপন গার্ডেনে আবনায়ে জামিয়ার উদ্যোগে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমীর ও জামিয়ার বাবুনগরের মুহতামিম আল্লামা শাহ্ মহিব্বুলাহ বাবুনগরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন মাওলানা হাজী ইউছুফ,জামিয়ার নির্বাহী পরিচালক আল্লাম আইয়ুব ,মুফতি ইউছুপ,আল্লামা হারুন আজিজী নদভী, হাফেজ তৈয়ুব ,আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লাম সোহাইল সালেহ, মেসার্স আলীজ ইন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মাওলানা মোস্তাক ও বিশিষ্ট দায়ী মাওলানা ইয়াসিন।
এই সময় মাওলানা জাকারিয়া হাসনাবাদী,মুফতি ওসমান সাদেক,মুফতি একরাম,মুফতি ইকবাল,মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানাবাহাউদ্দিন ,ক্বারীসেলিম,জয়নাল,কাসেম,আজগর
,জাকারিয়া মাদানী, মাওলানা জোনাইদ জওহারসহ নগরীর বিভিন্ন পেশাজীবী,ইমাম, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শতবার্ষিকী মহাসম্মেলন সুন্দর সূচারু ভাবে পরিচালনার জন্য মুহিব্বিনগণ সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন ।পরে দেশ ও জাতির কল্যাণে প্রধান অতিথি র মুনাজাতের মাধ্যমে অনুষ্টান সমাপ্ত হয় ।