নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি মাটিরাঙ্গা নতুনপাড়া কারীমিয়া ক্বেরাতুল কুরআন মাদরাসায় বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ডিসেম্বর) মঙ্গলবার সকালে মাদ্রাসার প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাদরাসার মুহতামিম মুফতি আবদুল হান্নান যুলফিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম , নতুনপাড়া সমাজ পরিচালনা কমিটির সেক্রেটারি মহরম আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর দেলোয়ার হোসেন ধনমিয়া প্রমুখ।
এসময় মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি ও ২ নং ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ আলী, সেক্রেটারি খোরশেদ আলম সুমন, মাদ্রাসা শিক্ষক, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ভালো ফলাফল অর্জনকারীদের ছাত্রদের হাতে পুরষ্কার তোলে দেন। পরে দেশ,জাতি ও ইসলামের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।