শরীয়তপুর থেকে আক্তার হোসেন
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারীয়ার (২১ ডিসেম্বর ২০২২) বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে মেহমানে আলা নবী (সঃ) বংশের ৩১ তম আওলাদ, ইমামে আহলে সুন্নত আলহাজ্ব (শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ) আল্- হাসানি ওয়াল – হোসাইনী আল- মাইজভান্ডারী ( মা. জি. আ.) সাজ্জাদানশীল,দরবারে গাউসুল আজম মাইজভান্ডারী,কেন্দ্রীয় সভাপতি আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারীয়া ও চেয়ারম্যান – আন্তর্জাতিক সূফী ঐক্য সংহতি (সূফীজ)।
নবী (সঃ) বংশের ৩১ তম আওলাদ, ইমামে আহলে সুন্নত আলহাজ্ব শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমেদ, বলেন। জঙ্গি, উগ্রবাদী, মাদক, জুয়া, বেহাইয়া পানা,নানান অপরাধ থেকে যুব সমাজকে নিরাপদে রাখতে, এবং দেশ ও দেশের জনগণের কল্যানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রধান অতিথিঃ জননেতা আলহাজ্ব নাহিম রাজ্জাক, মাননীয় সংসদ সদস্য, শরীয়তপুর -৩। আমন্ত্রিত উলামায়ে কেরামঃ মুফতি বাকীবিল্লাহ্ আযহারী,সাজ্জাদানশীন, ঘীলাতলা দরবার শরীফ, বুড়িচিং, কুমিল্লা। মাওলানা শেখসাদী আব্দুল্লা সাদকপুরী,সাজ্জাদানশীন, মইনিয়া নজরুলীয়া দরবার শরীফ, বুড়িচিং,কুমিল্লা। বিশেষ অতিথিঃ জনাব মাসুদ পারভেজ লিটন হাওলাদার, চেয়ারম্যান, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ, ডামুড্যা,শরীয়তপুর। সভাপতিত্ব করেনঃ জনাব মোঃ আলমগীর হোসেন মাঝী,চেয়ারম্যান, ডামুড্যা উপজেলা পরিষদ, ও সভাপতি আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফ, পূর্ব ডামুড্যা, ডামুড্যা,শরীয়তপুর।
ওয়াজ ও দোয়া মাহফিলের শেষে মোনাজাতের পরে তাবারক বিতরণ করা হয়, পরেরদিন ( ২২ ডিসেম্বর ২০২২ ) মইনিয়া যুব ফরাম শরীয়তপুর জেলা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি.এস.পি.) অফিস উদ্বোধন করা হয়। শীতবস্ত্র বিতরণ ও অফিস উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি ( বি. এস. পি.) ও মইনিয়া যুব ফরাম নেতা মোঃ হোসাইন চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন আনু মোল্লা। ডামুড্যা উপজেলা শাখার, সভাপতি জনাব মিজানুর রহমান খান। সাধারণ সম্পাদক নিয়াজ মাদবর। মইনিয়া যুব ফরাম সভাপতি জনাব মাসুম ছৈয়াল।
সাধারণ সম্পাদক জনাব কহিনুর হোসেন। প্রমুখ।