মিরসরাই।।।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান করেরহাট শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা তোবারক হোসেন এর পুত্র তানভীর হোসেন, এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা হেদায়েত উল্লাহর পুত্র সালাউদ্দিন রুমন। বুধবার (২১ ডিসেম্বর) আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর প্যাডে উপজেলার সভাপতি নয়ন কান্তি ধুম ও সাধারণ সম্পাদক আবু জাফর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা প্রদান করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্তগণ হলেন সহ-সভাপতি তাজিম উদ্দিন হায়দার ও মামুন উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাঈম, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কফিল উদ্দিন, অর্থ ও দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নাঈমুল উদ্দিন মারুফ, শ্রম ও জনশক্তি সম্পাদক মোঃ মোস্তফা, সদস্য আলমগীর হোসেন সবুজ, শিহাব উদ্দিন, মিজানুর রহমান।