কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট পৌর শহরের বিশিষ্ট সমাজসেবক মরহুম ইউনুস আলীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় বাগেরহাটের ষাটগম্বুজ টেকনিক্যাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজ চত্বরে মরহুমের সুযোগ্য সন্তান শেখ মঈন উদ্দিন আহমেদের সহায়তায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবু মনিন্দ্র নাথ মন্ডল। সভাপতিত্ব করেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী আব্দুল হান্নান শেখ, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি সালমা আক্তার, সমাজকর্মী ইসমাইল হাওলাদার, মাহামুদ আলী, মিঠুন মন্ডল প্রমূখ।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতি কামরুজ্জামান শিমূল বলেন, আজ মরহুম শেখ ইউনূস আলীর দশম মৃত্যু বার্ষিকী। মরহুম শেখ ইউনূস আলি ছিলেন একজন সমাজকর্মী ও দানশীল ব্যক্তি। এই দিনটি উপলক্ষে বাড়িতে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই দারিদ্র্য এলাকার শতাধিক ব্যক্তিকে শীতবস্ত্র দেওয়ার ব্যবস্থা করেছে তারই সুযোগ্য সন্তান শেখ মঈন উদ্দিন আহমেদ। আগামী সপ্তাহে আরো কিছু অসহায়ের হতে শীত বস্ত্র তুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।