শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা
খুলনার পাইকগাছায় স্টুডেন্টস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অফ চাঁদখালী ইউনিয়ন (সোয়াক)’র উদ্দ্যোগে কম্বল বিতারণ করা হয়েছে। উপজেলার চাঁদখালী ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে এ বিতারণ করা হয়। শনিবার সকাল দশটায় চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে বিতারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সবুর সরদার।সোয়াকের সভাপতি মোঃসাব্বির আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউ,পি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাব্বির আহম্মেদ, সম্পাদক হুজাইফা ইসলাম,ও জিয়াউর রহমান (কমল)। ছাত্রদের নিয়ে গঠিত এ সংগঠনটি রক্তদান,শীতবস্ত্র বিতারণসহ দারিদ্র শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সহায়তা করে থাকে