মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে ইতালি থেকে নেতাকর্মীদের একটি বিশাল দল অংশগ্রহণ করেন।
শনিবার (২৪ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশে আওয়ামী লীগের সম্মেলনে ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সম্মেলনের আমন্ত্রণপত্র ও ২৫টি কাউন্সিলর কার্ড, ২৫টি ডেলিগেট কার্ড ও ২০টি সম্মানিত অতিথি কার্ড পেলে তাদের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সম্মেলনস্থলে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগদান করতে পেরে ইতালি আওয়ামীলীগের সভাপতি মাহতাব ও সাধারণ সম্পাদক আলমগীর অত্যন্ত আনন্দিত প্রকাশ করে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা ও তৃতীয় বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় তারা আরো বলেন: দেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করতে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা প্রবাসীরাও সর্বদা দলের জন্য কাজ করে যাবো। এবং তারা বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কে ইতালি আওয়ামীলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।