মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের বড় শ্যমপুর এলাকায় ভেকু দিয়ে মাটি কাটার মহোৎসব চলছে।
দৌলতপুর উপজেলায় ফসলি জমির মাটি নির্বিচারে ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। ফসলি জমিতে এক্সকেভেটর (ভেকু) বসিয়ে কাটা হচ্ছে মাটি। এসব মাটি ড্রাম ট্রাক ও সড়কে নিষিদ্ধ কাকড়া ট্রাক দিয়ে কৃষি জমির বুক চিরে গ্রামীণ এবং পাকা রাস্তা ব্যবহার করে অবাধে চকমিরপুর মঙ্গল ব্রিকস্ (M&b) ইট ভাটায় মাটি সরবরাহ করছে।
সরেজমিনে গিয়ে জানা যায় মাটি কাটার নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি (মানিকগঞ্জ ১) ইঞ্জিনিয়ার আনোয়ারুল হকের এ পি এস মো. নিজাম উদ্দিন।
সূত্র মতে, সরকারী নিয়ম অনুযায়ী পুকুর, খাল-বিল, নদ-নদী, চরাঞ্চল, পতিত ও আবাদী জমি থেকে মাটি কাটা নিষিদ্ধ। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মিত উপজেলা, ইউনিয়ন বা গ্রামীণ সড়ক ব্যবহার করে ড্রাম ও কাকড়া ট্রাকসহ কোন ভারী যানবাহন দিয়ে ইটভাটার কাঁচামাল আনা নেয়া নিষিদ্ধ। কিন্তু এর কোন নিয়মই মানছেনা চক্রটি।
মঙ্গল ব্রিকস (M&B) ইটভাটার মালিক মো. সিহাব বলেন, আগে আমরা নদী-বিল-বাওর থেকে মাটি আনলেও বর্তমানে ওসব জায়গার পানি না শুকানোয় বাধ্য হয়ে নিজামের মাধ্যমে আবাদি জমির মাটি কিনছি। আমরা টাকা দিয়ে মাটি কিনছি। অপরাধ হলে যে বিক্রি করছে সে দায় তার। তাকে নিষেধ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পার্শ্ববর্তী জমির একাধিক মালিক জানান, নিজাম প্রভাবশালী হওয়ায় তিনি কোন নিষেধ শুনছেন না। ট্রাক বারবার যাওয়া-আসা করায় ধুলোতে আমাদের ফসলের অনেক ক্ষতি হচ্ছে। পরিবেশও নষ্ট হচ্ছে। পাকা রাস্তা ইতিমধ্যেই কয়েক জায়গায় ভেঙে গেছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা বলেন, ইতিমধ্যেই ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, বিষয়টি নজরে এসেছে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।