কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট জেলা পুলিশ কর্তৃক পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা নতুন পুলিশ লাইন্স মিলানায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়। বাগেরহাট জেলার বিভিন্ন থানা ও পৌর শহরে বসবাসরত যে সমস্ত পুলিশ মুক্তিযোদ্ধা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে অসামান্য অবদান রেখেছেন তারা ও তাদের পরিবার বর্গের সদস্যদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানে অবসর প্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গদের ফুল দিয়ে বরণ করে নেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কে,এম,আরিফুল হক, পিপিএম।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ আসাদুজ্জামান, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রাসেলুর রহমান সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ।জেলার বিভিন্ন স্থান থেকে আগত অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান শেষে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্মৃতিচারণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।