কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলাানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান স্বাক্ষরিত এক বিবৃতিতে মিথ্যা মামলা ও নেতাকর্মী গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ২৬ ডিসেম্বর সোমবার স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারাদেশে গণ মিছিলে আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় এই প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যর্থ অযোগ্য ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অনির্বাচিত সরকার বিলুপ্ত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা বাস্তবায়ন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর বিএনপি’র শান্তিপূর্ণ গণ মিছিলে পুলিশ বর্বরোচিত হামলা করে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান সিপাহী, সদস্য মোহাম্মদ আসাদ খান, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কুদরত এ ইলাহী, বিএনপি নেতা মোল্লা কামরুজ্জামান বাবু, চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়ামত আলি খান, যুগ্ম আহ্বায়ক জয়নুল পারভেজ সুমন ও সদস্য সচিব কাশীনাথ বৈরাগীকে গ্রেপ্তার করে এদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করে পুলিশ। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি, তাদের নামে দায়ের কৃত বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।