মিরোজ খান , মানিকগঞ্জ
মানিকগঞ্জে ৭ লাখ ৩০ হাজার টাকার হেরোইনসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ।গত কাল মানিকগঞ্জের তিন টি পৃথক পৃথক অভিযানিক দল মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন কামতা, সদর উপজেলার ঝুকুরিয়া গ্রাম ও একই উপজেলার চরমত্ত এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা
মানিকগঞ্জের অভিযানিক দল জেলার সাটুরিয়া ও সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, সাটুরিয়া উপজেলার কামতা এলাকা হতে
মোঃ সৈয়দ আলী (৩৩)কে ২০(বিশ) গ্রাম হেরোইনসহ আটক করেন।
একই তারিখে অপর একটি অভিযানিক দল মানিকগঞ্জ সদর থানাধীন ঝুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাব্বির হাসান (৩২), মোঃ মনির খান (৩১) ও মোঃ খোকন মিয়া (২৮)দেরকে আটক করেন। এসময় মোঃ সাব্বির হাসানের দখল হইতে ২৩(তেইশ) গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করেন।
অপর আরেকটি অভিযানিক দল মানিকগঞ্জ সদর থানাধীন চরমত্ত এলাকা হতে গিয়াস উদ্দিন (৪০) ও মোঃ আতাউর রহমান (৫০)দ্বয়কে ৩০(ত্রিশ) গ্রাম হেরোইনসহ আটক করেন।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা শাখার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর তাদেরকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।