শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা
পাইকগাছায় ৩ সন্তানের জননী পিংকি খাতুন হিরা(২৭) জনৈক মিনারুল সরদারের সাথে পুনরায় ঘর বাঁধতে জমজ দুই কন্যা সন্তানকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। এঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলার অভিযোগে জানা যায়, উপজেলার বিরাশি গ্রামের জব্বার গাজীর ছেলে আলিমুদ্দিন গাজী ৮বছর পুর্বে তালা উপজেলার শাহজাদপুর গ্রামের জামাল মোড়লের কন্যা পিংকি খাতুন হিরার সহিত বিবাহ হয়। বিবাহের পর তাদের ঔরশে একটি পুত্র সন্তান তাসকিন হোসেন (৬) ও জমজ দুটি কন্যা সন্তান ইসা মনি ও হাজিরা খাতুন (৪) জন্মগ্রহণ করে। প্রতিবেশী বিরাশি গ্রামের রহমত সরদারের ছেলে মিনারুল সরদার (৩৩) এর সহিত পিংকি খাতুন হিরার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মিনারুল ও হীরা খাতুন ঘর বাঁধতে হীরা খাতুন জমজ দুই কন্যা সন্তানকে নিয়ে গত ১লা ডিসেম্বর বিকেলে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। আলিমুদ্দিন গাজী উপায়ন্ত না পেয়ে গত ২২শে ডিসেম্বর পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিনারুল সরদার ও পিংকি খাতুন হিরাকে আসামি করে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছে। বিষয়টি আলিমুদ্দিন গাজীর আইনজীবী অ্যাডভোকেট চিত্ত রঞ্জন সরকার নিশ্চিত করেছেন। এদিকে আলিমুদ্দিন তার জমজ দুই সন্তানকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।