কামরুল ইসলাম, মিরসরাই:
মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের পাহাড়ি ভদ্ধববানী এলাকায় ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীমের ব্যক্তিগত অর্থায়নে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মিরসরাই সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, সাবেক মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফছার হোসেন চৌধুরী, নিজাম উদ্দিন, ইউপি সদস্য মহিউদ্দিন, শহীদ উল্ল্যা মেম্বার, আজাদ উদ্দিন, কোরবান আলী, ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক শেখ আকতার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি হেদায়েত উল্লাহ, যুবলীগ নেতা আরিফিন নাহিদ, ইকবাল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উপ-অর্থ সম্পাদক শামীম ওসমান, উপ- প্রচার সম্পাদক শাহাদাত হোসেন নিলয়, সদস্য মেহেদী হাসান তানভীর প্রমুখ।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, মিরসরাই উপজেলায় এমন কোন স্কুল মাদরাসা নেই যেখানে ৪তলা বিশিষ্ট ভবন হয়নি। এসরকারের আমলে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে। এই এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এবার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হলে এলাকার ছেলে-মেয়েরা আর দুরে গিয়ে পড়াশোনা করতে হবে না। এমন একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আমি আওয়ামী লীগ সভাপতি জসীমকে ধন্যবাদ জানাচ্ছি।