শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা
পাইকগাছায় রাড়ুলী ভূবন মোহিনী বালিকা বিদ্যালয়ের পরিচালা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদের মনোনয়ন সভাপতি জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত বৃহষ্পতিবার দুপরে। মনোনয়ন পত্র জমাদেয়ার সময় এ ঘটনা ঘটে। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও পাইকগাছা থানায় সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী নাসরিন নাহার লিখিত অভিযোগ করেছেন।
নাসরিন নাহার জানান, গত বৃহষ্পতিবার দুপুরে আমি সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন জমাদেই। এ সময় উপস্থিত বিদ্যালয়ের আহবায়ক কমিটির সভাপতি আরশাদ আলী বিশ্বাস মনোনয়ন পত্রটি প্রধান শিক্ষকের নিকট থেকে ফটোকপি করার কথা বলে নিয়ে যায়। এ বিষয় আমি প্রধান শিক্ষকের কাছে প্রপ্তি স্বীকার চাহিলে তিনি দিতে সন্ধা পর্যন্ত তালবাহানা করে। পরবর্তিতে তার মনোনয়ন পত্র জমা হয়নি জানালে নাসরিন নাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ কয়েকটি দফতরে লিখিত অভিযোগ করেন।
এ বিষয় আহবায়ক কমিটির সভাপতি আরশাদ আরশাদ আলী বিশ্বাস জানান, আমি এ বিষয় আপনাদের সাথে পরে কথা বলবো।
প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষ বলেন, নাসরিন নাহারের মনোনয় পত্রটি আমার টেবিলে রাখার পর সভাপতি আরশাদ আলী বিশ্বাস ফটোকপি করার কথাবলে নিয়ে যায়। পরে আর জমা দেননি। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
নির্বচনে প্রিজাইডিং কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী জানান, অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযোগ পেয়েছি প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহনের জন্য বলেছি।
উল্লেখ্য আগামী ১৮ জানুয়ারী পরিচালা কমিটির নর্বাচনের তফশিল ঘোষনা করেন প্রিজাইডিং কর্মকর্তা।