কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চুর ৬১ তম জন্মদিন পালন করা হয়েছে। আজ ৩১ ডিসেম্বর শনিবার বেলা ১টায় ষাটগম্বুজ আলিম মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন এনজিও সংস্থা ও মাদ্রাসার সৌজন্যে এই জন্মদিন পালন করা হয়।
আখতারুজ্জামান বাচ্চু ১৯৬১ সালের এই দিনে বাগেরহাটের সুন্দরঘোনা গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ আমজাদ হোসেন। ছাত্র জীবন থেকেই তিনি সমাজসেবা ও রাজনীতির সাথে জড়িত। তিনি পরপর চারবার ঐতিহাসিক ষাটগম্বুজ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান। ব্যক্তিগতভাবে এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ সকল শিক্ষক শিক্ষিকা, প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চুর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এ সময় দোয়া পরিচালিত হয়।
চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু প্রতিষ্ঠানের শত শত কোমলমতি শিক্ষার্থীদের মুখে কেক তুলে দেন। কেক বিতরণ শেষে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীসহ উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।