মিরাজ খান , মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের করজনা গ্রামের সনোজ, দীপু, জুলহাস, সাকিব, শাহজাহান গং এরা একই গ্রামের জহির উদ্দিনের জমির উত্তর পাশে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাটি উত্তোলন করে এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করে এই চক্রটি। বালু উত্তোলনে জহির উদ্দিন নিষেধ করায়,গত কাল ১৫/২০ জনের একটি সংর্ঘবদ্ধ সন্ত্রাসী দল তার বাড়িতে হামলা চালিয়ে মহিলা সহ ৭ জনকে পিটিয়ে আহত করেছে। হুমকি ধামকির ভয়ে পুরো পরিবারটি চরম নিরাপত্তার অভাবে ভুগছে। আজ রবিবার দুপুরে ভ’ক্তভোগি পরিবার ঘিওর থানায় ১০ জন আসামী করে একটি অভিযোগ দাখিল করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমি ও বাড়িঘড় ভেঙ্গে যাবার আশংকায় জহির উদ্দিন একাধিকবার তাদের নিষেধ করলেও তারা বালু উত্তোলন বন্ধ করেনি। উল্টা বিভিন্ন সময়ে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসতো। গত শনিবার দুপুরে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল অর্তকিত ভাবে জহিরের বাড়িতে হামলা চালায়। এ সময় জহির উদ্দিন (৭০) স্ত্রী আন্না বেগম (৫৫), ছেলে মামুন (২৮) শারমীন (২৮), ফতিয়া (৩০) সহ প্রায় ৭জনকে এলো পাথারী মারধোর করে। এলাকার লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এলাকার জনৈক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন যাবৎ সংর্ঘবদ্ধ চক্রটি ড্রেজার ব্যবসার নামে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এলাকার লোকজন ভয়ে ভীত হয়ে মুখ ফুটে কেউ কোন ধরনের প্রতিবাদ করতে সাহস পায়না।
ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।ঘিওরে ড্রেজার চালাতে নিষেধ করায় বাড়িতে হামলা,৭জনকে পিটিয়ে আহত।