মিরাজ খান মানিকগঞ্জ প্রতিনিধি
গত কাল সকাল বেলা ১ টার দিকে মানিকগঞ্জ পৌরসভার টিনপট্টি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৪ এর একটি টিম।
আটক ব্যক্তিদের নিকট থেকে সাড়ে ৪ গ্রাম হেরোইন, মাদক বিক্রির দুই হাজার তিনশো ৫০ টাকা এবং ৫টি মোবাইল ফোন জব্দ করে মাদক বিরোধী আভিযানিক দলের সদস্যরা।
আটক মাদক বিক্রেতারা হলেন, মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকার তারা মিয়ার ছেলে মো. তারেক মিয়া (৩৯), টিন পট্টি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে সেতু তালুকদার (৩৩) এবং সদর উপজেলার কৈতরা এলাকার অমুল্য সরকারের ছেলে অপু সরকার (৩০)।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ র্যাব-৪ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লেঃ মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।