আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি
সারাদেশের ন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার ছোট কালাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বৎসরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম বাবুল সবার উদ্দেশ্যে বলেন, বর্তমানে আমাদের বিদ্যালয় শতভাগ ভর্তি নিশ্চিত করেছে, এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান ও শতভাগ পাশ। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদের মানুষের মতো মানুষ করতে বিদ্যালয়ে পাঠাবেন। ছোট কালাপানি স্কুলে আমরা নতুন বৎসরের প্রথম দিনে মোট ৬০ জন ছাত্রছাত্রীকে বই দিই। পর্যায়ক্রমে আমরা প্রতিটি ছাত্রছাত্রীর হাতে নতুন বই তুলে দিব। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও নতুন বই হাতে পেয়ে খুব খুশি। এসময় তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবার সহযোগীতা কামনা করেন।
বই উৎসবে অন্যান্যদের মাঝে এসএমসি কমিটির সভাপতি সুমন মারমা, পিটিএ কমিটির সভাপতি মনিশংকর চাকমাসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।