কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
ফৌজদারি আইন বিশেষজ্ঞ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও বাগেরহাট জেলা বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। সোমবার (২ জানুয়ারী) ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিবৃতির মাধ্যমে এই শোক বার্তা জানানো হয়। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ফুসফুসে পানি আসায় গত ২৬ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। শনিবার (৩১ ডিসেম্বর) রাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ বরগুনা জেলার বামনা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন তিনি। তিনি ২০০৮ সালে বিএনপিতে যোগদান করেন এবং ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পান তিনি। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বদ্বিতা করেন তিনি।
ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বিবৃতিতে আরও বলেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ছিলেন একজন অভিজ্ঞ আইনজজীবী ও রাজনীতিবিদ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও বিএনপির রাজনীতি অঙ্গন তার শুন্যতা অনুভব করবে। মহান রাব্বুল আলামিন যেন তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে বেহেশত দান করেন। বিবৃতিতে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।