শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা
খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপির তোকিয়া পশ্চিমপাড়া তা’লিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় পহেলা জানুয়ারি রবিবার আসরবাদ কালিকা দিঘির দক্ষিণ পাশে ১০ম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তাফসীরুল-কুরআন-মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজাদী বগুড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া।
বিশেষ বক্তা হিসাবে কোরআন হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করেন হাফেজ মাওলানা আব্দুল হান্নান ওমর। হাফেজ ফারহাদ হোসাইন সিদ্দিকী ,হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
তরুণ সমাজসেবক মামুনুর রশীদের সভাপতিত্বে ও সরদার জাকির হোসেনের পরিচালনায় প্রধান আকর্ষণ ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামি সংগীত শিল্পী অ্যাডভোকেট মোঃ রোকনুজ্জামান যশোর , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান ,সাবেক প্রধান শিক্ষক হায়দার আলী পাড়,দারুল আরকাম মাদ্রাসার সভাপতি শাকিল হোসেন পাড়, সাংবাদিক মোঃ ফসিয়ার রহমান,কাজী সোহাগ,ইউপি সদস্য আব্দুল আজিজ, সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম গাজী, নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল সরদার, মোঃ নুর আলী গাজী ,মোঃ আফসার গাজী, মোঃ মিজানুর রহমান গাজী।
তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আশরাফুজ্জামান লাচ্ছু মোহাম্মদ আইয়ুব আলী গাজী, শাহ জামালপাড় সহ হাজার হাজার নারী পুরুষ মুসল্লী মাহফিলে অংশগ্রহণ করেন পরিশেষে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অতিথিবৃন্দ।