নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধ।।
দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া বাবু নগরের আজ ৪জানুয়ারি আন্তর্জাতিক শতবার্ষিকী দস্তারবন্দী সম্মেলন শুরু হবে ।ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন জেলা -উপজেলা থেকে মাদ্রাসার ফারেগীন সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী জামিয়া মুখি। শুক্রবার (৬জানুয়ারি) বিকালে দেশ, জাতি ও ইসলামের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হবে ঐতিহাসিক এ আন্তর্জাতিক শতবার্ষিক ও দস্তারবন্দী সম্মেলন।
মাহফিলের পবিত্র কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন দেশ-বিদেশের ওলামায়ে-মাশায়েখ, ইসলামী স্কলারগণ।নিম্নের সময় সূচিতে সম্মান সূচক পাগড়ী প্রদান করা জামিয়ার ফারেগীন, শিক্ষক মন্ডলী ও ওলামায়ে কেরামদেরকে।
বুধবার বাদে এশা ১৩৭১ হিজরী মোতাবেক ১ ৯২৪ ইং হতে ১৪৩০ হিজরী মোতাবেক ২০০৯ ইং পর্যন্ত ফাজিলদের পাগড়ী প্রদান করা হবে।
২. বৃহস্পতিবার বাদে যোহর ১৪৩১ হিজরী মোতাবেক ২০১০ ইং হতে ১৪৪৩ হিজরী মোতাবেক ২০২২ ইং পর্যন্ত ফাজিলদের প্রদান করা হবে।
৩. জুমাবার বাদে ফজর ১৪৪৪ হিজরী ও জামিয়ার শিক্ষক মন্ডলীদের প্রদান করা হবে।
৪. বাদে জুমা বিশিষ্ট উলামায়ে কেরামগণদের পাগড়ী প্রদান করা হবে।